Breaking News

সত্য কথা 'বিএনপি-জামায়াতের সাথে কোনো ঐক্য হবে না'


                                                                        ফাইল ফটো
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না। কারণ তারা সন্ত্রাসী, জঙ্গি। সন্ত্রাসী, খুনি ও হত্যাকারীদের সাথে কোনো সংলাপ বা ঐক্য নয়। রবিবার বিকালে কুমিল্লার দাউদকান্দিতে দাউদকান্দি-হোমনা-রামকৃষ্ণপুর ৫০ কিলোমিটার নৌপথ ক্যাপিটাল ড্রেজিং কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নৌ-পরিবহনমন্ত্রী বলেন, শেখ হাসিনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে হবে। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে বলে শেখ হাসিনার উন্নয়ন দেখে না। লন্ডনে চোখের ছানি অপারেশনের পর তিনি শেখ হাসিনা উন্নয়ন দেখলেন। তিনি এখন সুর পাল্টিয়ে বলেন উন্নয়ন টেকসই করতে হলে গণতন্ত্র দরকার। গণতন্ত্র ছাড়া উন্নয়ন টেকসই হবে না। দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পার্কের পাশে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক। এ সময় অন্যদের মধ্যে কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো আব্দুস সবুর, বিআইডব্লিউটিএ সচিব কাজী ওয়াকিল নওয়াজ, নৌ- পরিবহন অতিরিক্ত সচিব ভোলা নাথ দে,কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো মনিরুজ্জামান তালুকদার ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব:) মোহাম্মদ আলী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।   প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৯ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে বলে বিআইডব্লিউটিএ সূত্র জানায়।

No comments