খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়ানা জারির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শিবচর উপজেলা কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের সার্বিক তত্ত্বাধানে বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শহিদুল্লাহ বেপারি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির গোমস্তা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দীপু হাওলাদার, শিবচর পৌর বিএনপির সভাপতি মো: শফিক, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল বেপারি সহ অর্ধশতাধিক নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়না প্রত্যাহারের দাবি জানান।
No comments