আবারও ভোটবিহীন গায়ের জোরে নির্বাচন করার পাঁয়তারা করছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতি আয়োজিত ‘শিক্ষাক্ষেত্রে কিন্ডার গার্টেন স্কুলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গায়ের জোরে ৫ জানুয়ারি মার্কা নির্বাচন আর বাংলার মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। চালের দাম ৭০ টাকা কেজি, যা এখন সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নেই। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করতে হবে। জেল-জুলুম মাথায় নিয়ে আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, খুব শিগগিরই আমাদের নেত্রী খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা দেবেন। আমরা আশা করি, বর্তমান সরকার তাদের অবস্থান থেকে সরে আসবে। অন্যথায় দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে। এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments