৭০ বছ্রের বৃদ্ধকে লাথি মারলেন সওজ’র উপ-সচিব কামরুল
সত্তরোর্ধ বৃদ্ধকে লাথি মারছেন সওজ’র উপ-সচিব (বাঁয়ে)। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সেই উপ-সচিব এটিএম কামরুল ইসলাম (ডানে)
এ সময় কামরুল ইসলাম উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর তোয়াক্কা না করে নিজেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাসহ বৃদ্ধকে গলাধাক্কা দিয়ে বারান্দা থেকে বের করে আনেন এবং তার গায়ে লাথি মারেন। বাদ দেননি তার দু’ছেলেকেও। ঊর্ধ্বতন কর্মকর্তার এহেন আচরণে চমকে উঠে উপস্থিত দর্শনার্থীরা। পরে এ ঘটনাটির কিছু ছবি ও ভিডিও ঘটনার দিন ফেসবুকে আপলোড করার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিশ্র প্রতিক্রিয়া দেখায়। একজন দায়িত্বশীল কর্মকর্তার আচরণের সীমাবদ্ধতা কতটুকু, এমন প্রশ্ন করেন অনেকে। স্থানীয় সচেতন মহলের মতে, উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা উক্ত কর্মকর্তার হাতে রয়েছে। অবস্থা আরো বেগতিক হলে তার দেখভাল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই অবনতি ছিল না যে কারণে নিজের হাতে মারধরের কাজটি শুরু করতে হবে। সওজ কর্মকর্তার এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন খোদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু। তিনি তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়ে লেখেন- 'উনি এমন আচরণ করছেন কেন? গত ৩ অক্টোবর মঙ্গলবার ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করলেন উপসচিব কামরুল ইসলাম সাহেব। অভিযানে সাধারণ মানুষ খুশি হলে ও কিছু কিছু বিষয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
No comments