Breaking News

বিক্রি হলো না ১১ মণের গরুটি

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার পশুর হাটে শনিবার বিকালে ১১ মণ ওজনের একটি গরু বিক্রির জন্য আনা হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় গরুটি ফেরত নিয়ে গেছেন এর মালিক ।

জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার বেরুলী পশুর হাটে ১১ মণ ওজনের একটি গরু নিয়ে আসেন নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের মৃত বুধোই শেখের ছেলে কুদ্দুস শেখ। পশুটি হাটে আসা মাত্র শত শত উৎসুক মানুষ একনজর গরুটি দেখার জন্য ভিড় জমায়।
বেরুলী গ্রামের হাজি মোঃ আব্দুল মজিদ মোল্যা গরুটির দাম বলেন, দুই লাখ পঞ্চাশ হাজার টাকা। আরো ২-১ জন ব্যাপারী গরুটির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হাঁকলেও গরুর মালিক গরুটি বিক্রি না করে বাড়িতে ফেরত নিয়ে যান।
গরুর মালিক কুদ্দুস শেখ জানান, তার গরুটি তিন লাখ টাকা দাম বলা হয়েছে। বিক্রয় করিনি। দাম আরো বাড়বে। তিনি গরুটি দাম পাঁচ লাখ টাকা দাবি করেন। এর কিছু কম হলেও বিক্রি করে দিতে পারেন।
গরুটির বয়স দুই বছর। এ গরুটি প্রতিদিন ৩ কেজি ছোলা, ২ কেজি খুদ ও কাঁচা ঘাস খাবার হিসেবে লাগে।

No comments