Breaking News

বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ৬ ট্রেন!



বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ৬ ট্রেন!
ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস হয়েছে বৃহস্পতিবার। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে এই বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করা হয়।
প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগে ছুটবে মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেন।   মাত্র ২ ঘণ্টা ৭ মিনিটের মধ্যেই মুম্বাই থেকে আহমেদাবাদ পৌঁছনো যাবে বুলেট ট্রেনে করে। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের যখন শিলান্যাস হচ্ছে, তখন গোটা বিশ্বজুড়ে কতগুলো দ্রুতগামী ট্রেন আছে জানেন?
ম্যাগলেভ বুলেট ট্রেন: জাপানে ২০১৫ সালে এই ম্যাগলেভ বুলেট ট্রেন চালু হয়। ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতিবেগে ছোটে ওই ট্রেন। ৯০০ জন যাত্রী নিয়েই দ্রুত গতিতে ছুটে চলে ওই ট্রেন।

এলজিভি ইস্ট: ২০০৭ সালে ফ্রান্সে প্রথম চলতে শুরু করে এলজিভি ইস্ট। ঘণ্টায় ৫৭৪ কিলোমিটার বেগে ছোটে ওই ট্রেন।
এলজিভি আটলান্টিক: ১৯৯০ সালে ফ্রান্সে প্রথম চলতে শুরু করে এলজিভি আটলান্টিক। ঘণ্টায় ৫১৫ কিলোমিটার গতিবেগে ছোটে ওই ট্রেন।
বেজিং-সাংহাই এইচএসআর: ৪৮৭ কিলোমিটার বেগে ছুটে চলে ওই ট্রেন। ৪৯৪ জন যাত্রী একবারে ওই ট্রেনে চেপে যাতায়াত করেন।

টিআর ০৯: জার্মানিতে ৪৫০ কিলোমিটার গতিবেগে ছোটে ওই ট্রেন। প্রয়োজনে ঘণ্টায় ৫০০ কিলোমিটার গতিবেগেও এই ট্রেন ছুটতে পারে।
সিনকানসেন: ৪২৫-৪৪৫ কিলোমিটার গতিবেগে ছোটে এই ট্রেন। এটি জাপানের বিভিন্ন শহরের মধ্যে দিয়ে ছুটে যায়।

No comments