Breaking News

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে প্রবাসীদের প্রতি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আহ্বান


রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে প্রবাসীদের প্রতি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আহ্বান



বিদেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে প্রবাসীদের প্রতি এ আহ্বান জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
  তিনি লিখেছেন, ‘‘আসুন অসহায় মানুষের পাশে দাড়াই......‘সম্মানিত প্রবাসি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ
করছি, আসুন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র আহবানে সাড়া দিয়ে মানবতার সেবায় রোহিঙ্গাদের পাশে দাড়াই....আপনারা একটা ফান্ড করেন, আমি বিশ্বাস করি আপনাদের দ্বারাই সম্ভব.......”।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা বোঝেন বলেই মানবিক কারণে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও করেছেন। শুধু সরকার ও আওয়ামী লীগ করবে, তা নয়।
‘দশের লাঠি একের বোঝা’ বলতে একটা কথা রয়েছে। সে কারণে প্রবাসী ভাইবোনদের প্রতি আহ্বান জানিয়েছি। তারা যদি সামান্যতম সহযোগীতার হাত বাড়ান তাহলে রোহিঙ্গাদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা নিয়ে বিএনপি রাজনীতি করছে। ত্রাণ বিতরণের নামে নিজেদের প্রচারণা চালাচ্ছে। আর আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে রয়েছে। তিনি মানবিক নেত্রী।

No comments