রোহিঙ্গাদের পাশে এবার নোবেলজয়ী মালালা
মালালা ইউসুফজাই
রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন শান্তিতে নোবেলজয়ী তরুণী মালালা ইউসুফজাই। টুইটারে রোহিঙ্গাদের ওপরে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তিনি।
টুইটারে তিনি তার নিজের দেশ পাকিস্তানের কাছে অনুরোধ করেছেন, যাতে সেদেশে উদ্বাস্তু রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়। টুইট করে মালালা লিখেছেন, ‘'আমি যখনই খবরে দেখি, মায়ানমারে রোহিঙ্গা মুসলিমরা কতটা দুর্দশায় রয়েছেন, তখনই আমার হৃদয় ভেঙে যায়। আমার নিজের দেশ পাকিস্তানসহ অন্যান্য দেশের উচিত যেসব রোহিঙ্গা পরিবারপালিয়ে আসছে তাদের জন্য আশ্রয়, খাদ্য এবং শিক্ষার সুযোগ দেওয়া। ’
মালালার কথায়, তিনি বারংবার রোহিঙ্গাদের ওপর অত্যাচারের নিন্দা করেছেন কিন্তু মায়ানমারের শাসক আং সান সুচি'র নিষ্ক্রিয় ভূমিকায় তিনি মর্মাহত।
মালালার মন্তব্য, ‘আমি এখনও অপেক্ষা করছি, আমার মতোই শান্তিতে নোবেলজয়ী সু চি রোহিঙ্গাদের বাঁচাতে পদক্ষেপ করবেন। গোটা পৃথিবী একই অপেক্ষা করছে। আমি শিশুদের ছবি দেখেছি। তাদের মায়ানমারের সেনারা হত্যা করেছে। এই শিশুরা কাউকে আক্রমণ করেনি। তাহলে কেন এদের ওপরে অত্যাচার করা হবে। মায়ানমারে এই শিশুদের জন্ম হয়েছিল। এখানেই তারা বংশ পরম্পরায় বসবাস করছে। মায়ানমার যদি তাদের দেশ না হয়, তাহলে এই শিশুদের দেশ কোথায়?’
No comments