যুদ্ধের উন্মাদনা ধ্বংস ডেকে আনবে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার সংকটকে কেন্দ্র করে যে যুদ্ধের উন্মাদনা শুরু হয়েছে তা পুরো পৃথিবীর জন্য ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। চীনের শিয়ামেনে অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানো অর্থহীন।
কারণ, এভাবে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা যাবে না। তারা ঘাস খেয়ে বাঁচবে, তবু পারমাণবিক কর্মসূচি বাতিল করবে না। চীনের বক্তব্যের সুরে সুর মিলিয়ে পুতিন বলেন, কূটনীতি ছাড়া এই সমস্যার সমাধান হবে না। রুশ প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া তখনই তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে, যখন তারা নিজেদের নিরাপদ মনে করবে। একমাত্র আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিশ্চিত করেই সেটা সম্ভব। ” তবে আমেরিকা বাড়তি নিষেধাজ্ঞা চাপানোর জন্য মরিয়া। জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি বলেছেন, বাড়তি নিষেধাজ্ঞা দিয়েই কূটনৈতিক পথে উত্তর কোরিয়াকে ফেরানো সম্ভব। উত্তর কোরিয়ার ওপর পুরোমাত্রায় জ্বালানি নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হচ্ছে। কিন্তু চীন এবং রাশিয়া খোলাখুলি তাদের আপত্তি জানিয়েছে। পুতিন বলেন, নিষেধাজ্ঞা আর কাজ করছে না। বাড়তি নিষেধাজ্ঞায় বরঞ্চ লাখ লাখ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে।
No comments