Breaking News

পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব’


 
পরীমণি। বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী। অভিনয়গুণে দর্শক ভালোবাসা পেয়েছেন অনেক আগেই। এখন ব্যস্ত আছেন ভালো ভালো ছবি উপহার দিয়ে সেই ভালোবাসা ধরে রাখার কাজে। আজ পরীর জন্মদিন। জন্মদিন ও কাজ নিয়ে কথা হয় তার সঙ্গে।

 আমাদের সময়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন...
ধন্যবাদ আপনাকে আর আমাদের সময় পরিবার ও পত্রিকাটির সব পাঠককে।
 তা জন্মদিন উদযাপনের পরিকল্পনা কী?
বিয়ে আর জন্মদিন দুটি একইরকম। যার বিয়ে বা জন্মদিন, তার তো কোনো কাজ থাকে না। সব কাজ আপনজনরা ভাগ করে নেন। বন্ধু-বান্ধবরা ঠিক করেছেন রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে জন্মদিনের আয়োজন। আর আমি কিছু সুবিধাবঞ্চিত পথশিশুর সঙ্গে আনন্দ ভাগাভাগি করব।
 আপনার আপনজনরা তো জন্মদিনের ‘থিম’ দিয়েছে। সেটা নিশ্চয় জানেন?
হুম। ‘নীল-সাদা’। আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করা হয়েছে নীল-সাদা রঙের ওপর। এটা কেন? প্রশ্নটি আপনাদের আগে আমিই করেছিলাম বন্ধুদের কাছে।
 কী উত্তর পেলেন?
নাম যেহেতু পরী, তাই থিম ‘নীল ও সাদা’। প্রায়ই শোনা যায়, নীলপরী-সাদাপরী। তাই এই দুটো রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর আমিও পছন্দ করি নীল ও সাদাকে। এ দুটিতেই কেমন যেন শুভ্রতার ছোঁয়া রয়েছে।
 অন্য প্রশ্নে যাওয়ার আগে একটি কথা জানতে চাই- জন্মদিন আর বিয়ের অনুষ্ঠান যেহেতু একই রকম বললেন, তা বিয়েটা করছেন কবে?
সেটা এখনো ঠিক হয়নি। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, সেটা তো জানেন।
 আপনিই তো ফেসবুকে লিখেছিলেন, পুরান ঢাকাতেই তো?
হুম। এখন পর্যন্ত সে রকমই ইচ্ছা।
 ‘আমাদের সময়’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আপনাকে বদলে দিয়েছে ‘অন্তর জ্বালা’ আর ‘স্বপ্নজাল’ ছবি দুটি।” এর মধ্যে ‘অন্তর জ্বালা’ মুক্তির তারিখ ঠিক হয়েছে। কেমন লাগছে?
১৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। পরিচালক মালেক আফসারীর ছবিতে কাজ করার স্বপ্ন ছিল আমার। সেটি পূরণ হয়েছে। এ ছবির গল্পটি চমৎকার। আর আমার চরিত্রটাও ভিন্নরকম। সবকিছু মিলিয়ে এ ছবি নিয়ে আমি আশাবাদী। ছবিতে প্রয়াত নায়ক মান্না অভিনীত বেশ কিছু ছবির ফুটেজও দেখানো হবে। এর মধ্য দিয়ে প্রয়াত নায়ক মান্নাকে সম্মান জানাতে চেয়েছেন পরিচালক।
 আর ‘স্বপ্নজাল’?
আগেই আপনাকে বলেছিলাম, ‘স্বপ্নজাল’ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি নিজেই নিজেকে নতুন করে আবিষ্কার করেছি এ ছবিতে কাজ করতে গিয়ে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় ছবি এটি। ডাবিং শেষ হয়েছে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। শিগগিরই ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পারে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়েছে। ছবিতে আমার চরিত্রের নাম শুভ্রা। সত্যি কথা বলতে কী, ছবিটির অদ্ভুত এক মায়ায় জড়িয়ে গেছি। আর কিছুদিন ছবির শুটিং হলে মনে হয় ভালোই হতো। এ বছরের শেষে শুভ্রা হয়ে আসছি আমি। এতদিন ‘স্বপ্নজাল’ ছিল আমার আর কিছুদিন পর ‘স্বপ্নজাল’ হবে সবার।
 একটি চায়নিজ ছবিতে কাজ করার কথা হয়েছিল?
ছবির নাম ‘চেজিং মার্ডার’। প্রযোজনা করছে হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড। নির্মাণ করবেন হুজিয়াহুই ও ডেনিপ্যাং। বর্তমানে সেই ছবির প্রস্তুতি নিচ্ছি। ছবিতে আমাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যা আমার জীবনের একটা লক্ষ্য ছিল। আমার দিক থেকে আমি শতভাগ চেষ্টা করব। আর চায়নার ছবি তো বিশ্বসেরা সেটা, সবাই জানে।
 এ ছবির জন্য তো চায়নিজ ভাষাও শিখছেন?
এটা আমার দ্বারা একেবারেই সম্ভব নয়। তবে চলার জন্য যতটুকু না হলেই না, ততটাই শেখার চেষ্টা করছি। অদ্ভুত এক ভাষা এটা।

No comments