আমাদের মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে
* ওয়ানডে সিরিজে পেসাররা আরও ভালো করতে পারত?
রুবেল : অবশ্যই, এ ধরনের উইকেটে আমাদের পেস বোলিংয়ে আমরা যারাই খেলছি, আমাদের আরও ভালো করা উচিত ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি।
* বাংলাদেশ হতাশাজনকভাবে হেরেছে। আসলে দলের কী কী সমস্যা হয়েছিল?
রুবেল : আসলে উইকেট খুবই সুন্দর ছিল। ব্যাটিং-সহায়ক উইকেট ছিল। আমরা চেয়েছিলাম ভালো একটা জায়গায় বল করার জন্য। তো কিছু সময় হয়েছে, কিছু সময় ওরা কিছু বল ভালোভাবে রিট করেছে। খুব সুন্দরভাবে ওরা রান তুলেছে।
* বোলিং কোচ হিসেবে কিংবদন্তি কোর্টনি ওয়ালশ আছেন। তার সঙ্গে কি কোনো বোঝাপড়ার সমস্যা হয়েছিল?
রুবেল : ওদিক থেকে আমার কাছে মনে হয় না কোনো সমস্যা হয়েছে। আসলে আমরা চেষ্টা করছি, আমরা পারিনি। আমার কাছে মনে হয় না আমাদের টিমের যে পরিকল্পনা থাকে, সব পরিকল্পনা অনুযায়ী সবাই ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে বোলিং সব আমরা সেভাবে করেছি। হয়তো আমাদের কিছু ভুলের কারণে নতুন বলে আমাদের দ্রুত উইকেট নেওয়া উচিত ছিল। এ ধরনের কন্ডিশনে আপনার নতুন বলটা খুব ভালোভাবে ব্যবহার করতে হয়। দ্রুত উইকেট নিতে হয়। হলে আমাদের খুব ভালো সুযোগ থাকত। অনেক কম রানের ভেতরে রাখা যেত।
* প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গেও কোনো বোঝাপড়ার সমস্যা...
রুবেল : এ ধরনের কিছুই আমার কাছে মনে হয় না। কোচের কাছ থেকে আমরা বুঝছি না বা এ ধরনের কোনো কিছুই না। হয়তো আমাদের যে পরিকল্পনা ছিল, পরিকল্পনা অনুযায়ী আমরা বোলিং করতে পারিনি। নতুন বলে আমাদের দ্রুত উইকেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওটা আমরা পারিনি। ওরা খুবই সহজে রান করে নিতে পেরেছে। * বিপজ্জনক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স নিয়ে আলাদা কোনো পরিকল্পনা ছিল?
রুবেল : আমি চেষ্টা করেছি। ডি ভিলিয়ার্স আসলে সব দিকে শট খেলেন। আমি চেষ্টা করেছি যে আমার বোলিংয়ে যাতে না মারতে পারে। হয়তো আমি সাফল্য পেয়েছি। * আপনার মতে বাংলাদেশের ক্রিকেট এখন কোন অবস্থানে রয়েছে?
রুবেল : এ সিরিজটি আমাদের অনেকের জন্যই খুবই বাজে সিরিজ গেছে। এখনো দুটি টি-টোয়েন্টি ম্যাচ আছে। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী ভালো কিছু করতে পারি, আমরা বোলাররা যদি ভালো কিছু করতে পারি, ব্যাটসম্যানরা যদি রান করতে পারে, হয়তো ভালো কিছুই হতে পারে। তো আশাবাদী, আমরা ভালো কিছু করার চেষ্টা করব। খুব স্মরণীয়... একটি সিরিজ যে দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা খুব বাজেভাবে হেরেছি।
* সিরিজ থেকে কী কী শেখা হলো?
রুবেল : আমার কাছে যেটা মনে হয়, এ ধরনের কন্ডিশনে আমাদের মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে আসতে হবে। এ ধরনের কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয় আর কোন ধরনের ব্যাটসম্যানকে কীভাবে রিট করে বোলিং করতে হবেÑ পরিকল্পনা হয়তো আরও কিছুটা পরিবর্তন করতে হবে। আসলে অনেক কিছুই এ সিরিজ থেকে শেখার আছে। আমাদের পেস বোলারদের আরও কঠিন পরিশ্রম করতে হবে। ওরা তো প্রত্যেকটি ম্যাচেই তিনশ’ প্লাস রান করেছে। পেস বোলাররা আমরা যারা ছিলাম, শুধু পেস বোলার নয়, স্পিনাররাওÑ আমাদের বোলারদের মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে। কন্ডিশন অনুযায়ী কীভাবে বোলিং করতে হয়, এটা শিখতে হবে।
* সামনে টি-টোয়েন্টি সিরিজ কতটা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন?
রুবেল : আমি আসলে অনেক দিন ধরে জাতীয় দলের সঙ্গে আছি, খেলছি। টি-টোয়েন্টি আমাদের সবার জন্য চ্যালেঞ্জিং। আমরা যেহেতু ওদের সঙ্গে টেস্ট, ওয়ানডেতে সব ম্যাচেই হেরেছি, টি-টোয়েন্টি যেহেতু শর্টকাট খেলা, অনুশীলনে একটু বেশি মনোযোগী হতে হবে ওদের ব্যাটসম্যানদের নিয়ে।
* টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কতটা আত্মবিশ্বাসী?
রুবেল : আমার কাছে মনে হয়, টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের বোলার-ব্যাটসম্যানদের আরেকটু ভালো করতে হবে। সংক্ষিপ্ত ভার্সনের খেলা, তো যে যত তাড়াতাড়ি রিট করে নিতে পারবে, যে আমার দায়িত্বটা কীÑ যেহেতু আমরা মানসিকভাবে একটু পিছিয়ে যে, আমরা ওয়ানডে সিরিজটা হেরে গেছি। মানসিকভাবে সবাই একটু হতাশ আছে। আমার কাছে মনে হয়, যদি অনুশীলনে একটু বেশি পরিশ্রম করে, তা হলে দ্রুতই ফিরে আসতে পারবে।
No comments