প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম

বরিশালে বখাটেদের হামলায় আহত শান্তা আক্তার :নয়া দিগন্ত
















                        বরিশালে বখাটেদের হামলায় আহত শান্তা আক্তার :নয়া দিগন্ত
প্রেমে ব্যর্থ হয়ে বিএম কলেজের এক ছাত্রীকে বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা স্কুলের সামনে বসে শনিবার রাত সাড়ে ৮টায় কুপিয়ে মারাত্মক জখম করেছে এক বখাটে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।

আহত শান্তা আক্তার (১৮) বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের মেয়ে। জানা গেছে, বিএম কলেজের পরীক্ষা শেষে শান্তা তার দুই সহপাঠী টুম্পা ও পাপিয়াকে নিয়ে ধামুরা দিয়ে ভ্যানযোগে বাড়ি রতœপুরের উদ্দেশে রওনা হন। পথে ধামুরা স্কুলের সামনে বসে ওঁৎপেতে থাকা বখাটে আলাল শান্তাকে ধারালো ক্ষুর দিয়ে কপাল থেকে গলা পর্যন্ত আঘাত করে পালিয়ে যায়। বখাটে আলাল শোলক ইউনিয়নের কাংশি গ্রামের ফজলুল হক সরদারের ছেলে।
আহত শান্তার মা নিলুফা বেগম জানান, শান্তা ধামুরা কলেজে পড়াশুনার সময় থেকেই বখাটে আলাল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল।
উজিরপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আহত ছাত্রীর মা গতকাল রোববার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। বখাটে আলাল সরদারকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

No comments